chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় বসেছে ১ লাখ সাড়ে ৪৫ হাজার শিক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন  ২১৯টি কেন্দ্রে সকাল ১০ টায় সারাদেশের মত এক যোগে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হছে ।এবারে  মোট ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

আজ (১৫ ফেব্রুয়ারি) বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষ হবে আগামী মাসের  ১২ মার্চ। আর লিখিত  ১৩ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।

তবে গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে প্রায় ৯ হাজার। গত বছর ২১৬টি কেন্দ্রে ১ হাজার ১০৭টি বিদ্যালয়ের ১ লাখ ৫৪ হাজার ৭৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। সে হিসাবে চলতি বছর পরীক্ষার্থী কমেছে ৯ হাজার ১৭৯ জন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এএমএম মুজিবুর রহামন এসব তথ্য জানান, মহানগরসহ চট্টগ্রাম জেলায় ১ লাখ ৩৪৫ জন, কক্সবাজার জেলায় ২২ হাজার ৯৭৮ জন, রাঙামাটি জেলায় ৮ হাজার ২৪৬ জন, খাগড়াছড়ি জেলায় ৯ হাজার ৪০৬ জন ও বান্দরবান জেলায় ৪ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে।শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন ১ হাজার ১২৫টি বিদ্যালয়ের মোট ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মোট কেন্দ্র ২১৯টি। পরীক্ষার্থীর মধ্যে ৬৩ হাজার ৭০৪ জন ছাত্র, ৮১ হাজার ৮৮৬ জন ছাত্রী।

এরমধ্যে বিজ্ঞান বিভাগে ছাত্র ১৬ হাজার ৮০৩ জন, ছাত্রী ১৮ হাজার ৬৭১ জন। মানবিক বিভাগে ১৬ হাজার ২৩৭ জন ছাত্র, ছাত্রী ৩৫ হাজার ৩৯২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্র ৩০ হাজার ৬৬৪ জন, ছাত্রী ২৭ হাজার ৮২৩ জন।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৭২টি ভিজিল্যান্স টিম গঠন ও কন্ট্রোল রুম চালু করেছে শিক্ষা বোর্ড।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর