chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কুতুব‌দিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে সহায়তা প্রদান

সোমবার (২৯ এপ্রিল) রা‌তে কুতুব‌দিয়া সদর উপ‌জেলার বড়ঘাপ কাইন্দাল‌্যা পাড়ায় অগ্নিকা‌ন্ডে ক্ষতিগ্রস্থ ৬ পরিবারকে আজ দুই বান্ডিল ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা এবং ৪ পরিবারকে ১ বান্ডিল ঢেউটিন নগদ ৩ হাজার টাকা প্রদান করা হয়।  

প্রত‌্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত সা‌ড়ে ৯টার‌ দি‌কে হঠাৎ ঘনবস‌তিপূর্ণ কাইন্দাল‌্যা পাড়ায় সড়‌কের পূর্ব পা‌শে আগুন লা‌গে। এসময় খবর পেয়ে স্থানীয় ফায়ার সা‌র্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কুতুব‌দিয়া ফায়ার সা‌র্ভিস স্টেশন অফিসার সো‌হেল আহমেদ ব‌লেন, অগ্নিকা‌ন্ডের খবর পে‌য়েই দ্রুত এসে আগুন নেভাতে নিয়ন্ত্রণে কাজ করে। তা‌দের দু‌টি টিম সহ পু‌লিশ, স্থানীয় যুব রেড‌ক্রিসেন্ট সোসাই‌টির সদস‌্য, এলাকাবা‌সীর সহ‌যোগীতায় ঘন্টাব‌্যা‌পী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় মিজবাহুল হাসান না‌মে একজন ফায়ার ফাইটার সদস‌্য আহত হন ব‌লেও জানান তিনি। স্থানীয় প্রত‌্যক্ষদর্শী আবু তা‌লেব জানান, আগু‌নে ছিদ্দিক সওদাগর, রো‌জিনা আক্তার, বাসু‌নি বেগম, আবু তা‌হের, রমজান আলীর বা‌ড়ি সহ অন্তত ৮‌টি বা‌ড়ি ও মো: বেলা‌লের দু‌টি দোকান পু‌ড়ে গে‌ছে। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হ‌য়ে‌ছে ব‌লে জানা গে‌ছে। গ‌্যাস সি‌লিন্ডার থে‌কে আগু‌নের সূত্রপাত ব‌লে প্রাথমিক ধারনা করা হ‌চ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, ইউএনও মোঃ মঈনুল হোসেন চৌধুরীর উপস্থিতে প্রশাসনের পক্ষ থেকে আজ ক্ষতিগ্রস্ত ৬ পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা এবং ৪ পরিবারকে ১ বান্ডিল ঢেউটিন নগদ ৩ হাজার টাকা। এছাড়া শুকনো খাবার, কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

চখ/ককন