chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

উত্তর চট্টগ্রামের ২৫ রুটে পরিবহন ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি

পাঁচ পরিবহন শ্রমিককে জেলে পাঠানোর প্রতিবাদে চট্টগ্রাম-রাঙামাটি ও চট্টগ্রাম-খাগড়াছড়িসহ উত্তর চট্টগ্রামের ২৫ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। বাংলাদেশ শ্রমিক পরিবহন ফেডারেশনের অধীন উত্তর চট্টগ্রাম পরিবহণ শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘট ডেকেছে। এতে বিপাকে পড়েছেন এসব রুটের যাত্রীরা।

রবিবার (২৮ এপ্রিল) বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ চালকদের নিরাপত্তাসহ ৪ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়ে ১২ ঘণ্টা পর প্রত্যাহার করে। এর একদিন পর আবার ধর্মঘট চলছে উত্তর চট্টগ্রামের ২৫টি রুটে।

চুয়েটে বাস ভাংচুরের প্রতিবাদে রবিবার ধর্মঘট চলাকালে চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় বিআরটিসির বাস ভাঙচুর করে পরিবহন শ্রমিকদের একাংশ। এ অভিযোগে ৫ পরিবহন শ্রমিককে গ্রেফতার করে পুলিশ।

ধর্মঘট প্রত্যাহারে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক চলাকালে শ্রমিকদের দাবি ছিল আটক শ্রমিকদের মুক্তি দেওয়ার। জেলা প্রশাসকও সেই আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আটক শ্রমিকদের জামিন নামঞ্জুর হওয়ায় দুই পার্বত্য জেলা-রাঙ্গামাটি, খাগড়াছড়িসহ উত্তর চট্টগ্রামের ২৫ রুটে পরিবহন ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ শ্রমিক পরিবহন ফেডারেশনের অধীন উত্তর চট্টগ্রাম পরিবহণ শ্রমিক ইউনিয়ন।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর