chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ বি ৪’র জেলা সম্মেলন অনুষ্ঠিত

শান্তি ও সমৃদ্ধির জন্য মিশন” স্লোগানকে উজ্জীবিত করে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর ২৭তম বার্ষিক জেলা কনভেনশন উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৩-৪ মে টাইগারপাসের নেভি কনভেনশন হলে মূল অনুষ্ঠান হবে।

মঙ্গলবার  খুলশী লায়ন্স চক্ষু হাসপাতালে কনফারেন্সে হলে এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সভাপতি লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম।

তিনি বলেন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মানে লায়ন্সের সেবামূলক কার্যক্রম বিশ্বে প্রশংসিত হয়েছে। বর্তমান বিশ্বের ২১০ টি দেশে ৪৮,০০০ ক্লাবের মাধ্যমে বর্তমানে বিশ্বের প্রায় ১৪ লক্ষের অধিক লায়ন সদস্য পৃথিবীর কোথাও না কোথাও, প্রতি মুহূর্তে মানব কল্যাণে সেবা কর্ম পরিচালনা করে চলেছেন।

লায়ন হাসান আকবরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ ডি এম মহিউদ্দিন চৌধুরী।

প্রথম জেলা গভর্নর লায়ন্স কোহিনূর কামাল এম জে এফ ২য় সহযোগী  জেলা গভর্নর লায়ন্স মোসলেহ উদ্দীন অপু। প্রাক্তন জেলা লায়ন্স সিরাজুল হক আনসারী। লায়ন শাহ আলম বাবুল, লায়ন আবু বক্কর সিদ্দিকি,  লায়ন আবু বক্কর সিদ্দিকি, লায়ন ইমতিয়াজ ইসলাম, লায়ন এস এম আশরাফুল আলম, লায়ন আবু মোরশেদ প্রমূখ।

  • চখ/ককন/ফখ