chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অনুশীলনে চোট পেয়েছেন লিটন

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন চট্টগ্রামে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে ৩মে। তার আগে ম্যাচ ভেন্যু চট্টগ্রামে চলছে জাতীয় দলের ক্যাম্প। এখানেই নিজেদের ঝালিয়ে নিতে প্রতিদিন অনুশীলন চালিয়ে যাচ্ছেন ক্রিকেটরা। আজ মঙ্গলবারও তার ব্যতিক্রম ছিল না।

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ক্রিকেটাররা আজ (মঙ্গলবার) সকাল থেকেই অনুশীলন করতে থাকেন। এর মধ্যে ফিল্ডিং অনুশীলন করার সময় কোমরের চোট পান লিটন দাস। তৎক্ষনাত মাটিতে লুটিয়ে পড়েন টাইগার এই ওপেনার। এরপর হেঁটে বাউন্ডারি লাইনে যাওয়ার পর স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ম্যাসাজ দিতে থাকেন লিটনকে।

কিছুতেই কিছু না বুঝে লিটন এরপর ফিজিও বায়জেদুল ইসলামের সঙ্গে ড্রেসিংরুমের পথ ধরেন। এখন পর্যন্ত অবশ্য ডানহাতি এই ওপেনারের চোট কতটা গুরুতর সেটা জানা যায়নি।

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি দুটি হবে মিরপুর শের-ই-বাংলায়। আগামী ৩ মে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। চট্টগ্রামে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। মিরপুরে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে।

বাংলাদেশ স্কোয়াড- বাংলাদেশ দল নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, শেখ মেহেদি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসাইন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসাইন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর