chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রুশ বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৭৮ শিশু নিহত!

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রুশ বাহিনীর টানা ১৬ দিনের হামলায় এখন পর্যন্ত ৭৮ জন শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও অর্ধ শতাধিক। এছাড়া নিরাপদ আশ্রয়ের খোঁজে মাতৃভূমি ছেড়েছে ১১ লাখ শিশু। ইউক্রেন এমনটাই দাবি করছে।

ইউক্রেনের মানবাধিকারকর্মী শুক্রবার লিউদমিলা দেনিসোভা বলেন, রাজধানী কিয়েভের মারিউপোল, ভলনোভাখা এবং ইরপিন শহরে চলমান লড়াইয়ের কারণে সেখানে আসলে কতজন নিহত বা আহত হয়েছে তা জানা যাচ্ছে না।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্য অনুসারে রুশ ও ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যকার আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। আজ শুক্রবার (১১ মার্চ) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মস্কোতে রাশিয়ার মিত্র দেশ বেলারুসের নেতা আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে পুতিন বলেছেন, ‘আমাদের পক্ষের আলোচনাকারীরা আমাকে জানিয়েছেন যে কয়েকটি ইতিবাচক পরিবর্তনের বিষয়ে কথা হয়েছে।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে দুদশের মধ্যে তুমুল লড়াই চলছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর