chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মহাবিপদে ইউক্রেন, ল্যাব থেকে ছড়িয়ে পড়তে পারে উচ্চ ঝুঁকির প্যাথোজেন!

আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বিভিন্ন পরীক্ষাগারে থাকা উচ্চ-হুমকির প্যাথোজেন বা রোগ সংক্রামক জীবাণু ধ্বংস করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মানুষের মধ্যে সেগুলো ‘যেকোনো সময় ছড়িয়ে পড়তে পারে’—এমন আশঙ্কা থেকেই সংস্থাটি এই পরামর্শ দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১০ মার্চ) এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্বের অনেক দেশের মতো ইউক্রেনের ল্যাবগুলোতেও মানুষ ও প্রাণীর মধ্যে ছড়াতে পারে এমন মারাত্মক সব রোগের ঝুঁকি কমাতে গবেষণা চলছে। কোভিড-১৯ নিয়েও পরীক্ষা চলছে দেশটির কয়েকটি ল্যাবে।

রাশিয়ার সামরিক অভিযানের অনেক আগে থেকেই ইউক্রেনের ল্যাবগুলোর সঙ্গে কাজ করে আসছে ডব্লিউএইচও। সংস্থাটি জানায়, এই কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উচ্চ ঝুঁকিপূর্ণ প্যাথোজেনের ‘সম্ভাব্য ছড়িয়ে পড়া’ রোধে তা ধ্বংস করে ফেলতে সুপারিশ করেছে।

সিশা/চখ

এই বিভাগের আরও খবর