chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দুর্নীতির মামলায় পুলিশের এসআই কারাগারে

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সিআইডির সাময়িক বরখাস্ত এসআই মো. নওয়াব আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১০ নভেম্বর) সকাল বেলা ১১টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান, দুর্নীতির মামলায় পুলিশের এক এসআই আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

২০২০ সালের ৮ মার্চ এসআই নওয়াবের স্ত্রী গোলজার বেগম আত্মসমর্পণ করেন। আদালত তাকে কারাগারে পাঠান। পরে তিনি জামিনে মুক্তি পান। গোলজার বেগম চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক। তার স্বামী নওয়াব ঢাকায় সিআইডির এসআই পদে কর্মরত ছিলেন।

আইনজীবী মাহমুদুল হক জানান, এ মামলায় দুদকের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে গোলজার বেগম, তার স্বামী এসআই নওয়াব আলীসহ চার আসামির বিরুদ্ধে গত বছরের ২৫ ফেব্রুয়ারি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু আসামিরা ধরাছোঁয়ার বাইরে ছিলেন।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর