chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পুলিশ হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যু মামলার আসামীর রিমা‌ন্ড

চট্টগ্রামের চান্দগাঁও থানায় পুলিশ হেফাজতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুর মামলায় আসামি এসএম আসাদুজ্জামানের (৫২) বিরু‌দ্ধে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিট ৭ দি‌নের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দি‌নের রিমা‌ন্ড মঞ্জুর ক‌রে‌ছে।

রবিবার (২৮ এপ্রিল) চট্টগ্রাম ৩য় মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌স্ট্রেট রুমানা আকতারের আদালত দীর্ঘ শুনানী শে‌ষে ৩ দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রে।

মহানগর পি‌পি আবদুর রশীদ ব‌লেন, পিবিআইয়ের পক্ষ থে‌কে সাত‌ দি‌নের রিমান্ড চাওয়া হ‌লে আদালত তিনদি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রে আদালত। রিমান্ড প্রাপ্ত আসাদুজ্জামান ঐ মামলার ৫ নং আসামী।

এ মামলায় চান্দগাঁও থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইউসুফ, এএসআই সোহেল রানা, থানার পরিদর্শক (তদন্ত) মো. মবিনুল হক, এসএম আসাদুজ্জামান (৫২), মো. জসীম উদ্দীম (৩৭), মো. লিটন (৪৮), রনি আক্তার তানিয়া (২৬) ও কলি আক্তারসহ (১৯) মোট ৯ জনকে আসামি করা হয়েছিল।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর