chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাইরিস্ক এরিয়া পেরিয়ে দুবাই অভিমুখে চলছে ‘এমভি আবদুল্লাহ’

এমভি আবদুল্লাহ জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের গণমাধ্যম উপদেষ্টা মিজানুল ইসলাম বলেছেন, সব কিছু ঠিক থাকলে এমভি আবদুল্লাহ আগামী ২২ এপ্রিল সকালে গন্তব্যস্থল দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছাবে। আজ বাংলাদেশ সময় দুপুর ১২টায় হাইরিস্ক এরিয়া থেকে বেরিয়ে গেছে জাহাজটি। গাল্ফ অব ওমান পেরিয়ে জাহাজটি দুবাই বন্দরে পৌঁছাবে। বর্তমানে জাহাজটি ১২ নটিক্যাল মাইল স্পিডে চলছে। নেভির জাহাজগুলো এখনো এমভি আবদুল্লাজর কাছাকাছি আছে। নেভির জাহাজের সঙ্গে এমভি আবদুল্লাহ ক্যাপ্টেন সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

বুধবার (১৭ এপ্রিল) বিকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, জাহাজটি জলদস্যুমুক্ত হওয়ার পর চারপাশে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। যাতে ঝুঁকিপ্রবণ এলাকা পার হওয়ার আগেই অন্য কোনো জলদস্যুর দল জাহাজটিতে উঠতে না পারে। একই সঙ্গে জাহাজের ডেকে হাই প্রেসার ফায়ার হোস বসানো হয়েছে, যাতে উচ্চচাপে পানি ছিটানো যায়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী জাহাজটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। দুবাই নোঙর করার পর নাবিকদের দুইটি অপশন দেওয়া হবে। তারা চাইলে ফ্লাইটে কিংবা ওই জাহাজেই দেশে ফিরতে পারবেন।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর