chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্কুল-কলেজ শিক্ষকদের ডিসেম্বর মাসের এমপিও ছাড়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল, কলেজের শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও) ছাড় করা হয়েছে। শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত ব্যাংক থেকে এমপিওর টাকা তুলতে পারবেন।

সোমবার (১ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের ২০২৩ সালের ডিসেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশ ছাড় করা হয়েছে। অনুদান বণ্টনকারী আটটি চেক অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সােনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

শিক্ষক কর্মচারীরা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে ডিসেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

 

 

 

তাসু/চখ

 

 

এই বিভাগের আরও খবর