chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ছাত্রলীগের নির্যাতনে আইসিইউতে ভর্তি দুই ছাত্রের অবস্থা স্থিতিশীল

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) প্রধান ছাত্রাবাসে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে ৪ শিক্ষার্থীর ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। এর মধ্যে দুই শিক্ষার্থী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

এরা হলেন, জাহিদ হোসেন ওরফে ওয়াকিল (২২) ও সাকিব হোসেন (২২)।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চমেকের প্রধান ছাত্রাবাসে তাদের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীরা নির্যাতন করে অভিযোগ পাওয়া গেছে।

অপরদিকে ছাত্রশিবির রাজনীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগ তুলে গত বুধবার রাত থেকে
একই সময় এস এ রায়হান (২১) ও মোবাশ্বির হোসেন (২২) নামের অপর দুই ছাত্রকে নির্যাতন করা হয়। পরে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ৪ ছাত্রই চমেকের ৬২তম ব্যাচের শিক্ষার্থী।

জানতে চাইলে চমেক অধ্যক্ষ সাহেনা আক্তার বলেন, চিকিৎসাধীন দুই ছাত্র ভালো আছে।
তাদদের ভালোভাবে পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রাখা হয়েছে।

তবে মারধরের বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

এদিকে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেলের অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগে উঠেছে।

অভিযোগের বিষয়ে চমেক ছাত্রলীগের মহিবুলপন্থী গ্রুপের নেতা অভিজিৎ দাশ সাংবাদিকদের জনান, তারা ছাত্র শিবির করতো। তাদের মারধর করা হয়নি।
নগরের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের মজুমদার বলেন, ‘আহত ছাত্রদের বিরুদ্ধে ছাত্রশিবিরের কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে। তবে কারা তাঁদের মেরেছেন, তা তাঁরা বলেননি। তবু আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

আরকে/মআ/চখ

এই বিভাগের আরও খবর