chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৩০ শয্যার নতুন আইসিইউ যুক্ত হছে চমেক হাসপাতাল

স্বাস্থ্যসেবা বিবেচনায় চট্টগ্রামের কোটি মানুষের প্রধান ভরসা চমেক হাসপাতাল। এ হাসপাতালের ৬০টি বিভাগ মিলিয়ে অধিকাংশ সময় ভর্তি থাকেন তিন হাজারের বেশি রোগী। বহির্বিভাগ ও জরুরি বিভাগে সেবা নিচ্ছেন প্রতিদিন গড়ে সাড়ে তিন হাজার রোগী। ছোট–বড় মিলিয়ে প্রতিদিন হয় অর্ধশতাধিক অস্ত্রোপচার।আর তাই বিপুল পরিমান মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালে চালু হচ্ছে নতুন ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ওয়ার্ড। এ ওয়ার্ডে থাকছে ৩০টি আইসিইউ শয্যা। এটি চালু হলে হাসপাতালে আইসিইউ শয্যা বেড়ে দাঁড়াবে ৫০টিতে।

আগামী শনিবার (২৭ জানুয়ারী) স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ওয়ার্ডটি উদ্বোধন করার কথা রয়েছে। হাসপাতালের নিচতলায় অবস্থিত ন্যায্যমূল্যের ওষুধের দোকানের পেছনে থাকা পূর্বের মানসিক ওয়ার্ডে নতুন এ ওয়ার্ডটি স্থাপন করা হয়েছে। এরই মধ্যে অবকাঠামোগত কাজ ও আইসিইউ শয্যা স্থাপনের কাজ শেষ হয়েছে। এখন চলছে যন্ত্রপাতিসহ অন্যান্য সরঞ্জাম স্থাপনের কাজ। নতুন আইসিইউ ওয়ার্ড চালুর ফলে একদিকে যেমন শয্যা সংকট নিরসন হবে, তেমনি মুমূর্ষু রোগীদের সেবাও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২০২২ সালে হাসপাতালের শয্যা বাড়িয়ে করা হয় দুই হাজার ২০০টি। এর বিপরীতে বর্তমানে ২০টি আইসিইউ শয্যা দিয়ে মুমূর্ষু রোগীদের সেবা দিয়েযাচ্ছে এ হাসপাতাল।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, নতুন আইসিইউ ওয়ার্ডটিতে অবকাঠামোগত কাজ ও আইসিইউ শয্যা স্থাপনের কাজ শেষ হয়েছে। চলছে যন্ত্রপাতি স্থাপনের কাজ। শনিবার এটির উদ্বোধন হবে। এ ওয়ার্ড চালু হলে আইসিইউর সংকট অনেকটাই কেটে যাবে। যদিও রোগীর তুলনায় এখানে কমপক্ষে ২০০ আইসিইউ শয্যা প্রয়োজন। আশা করছি, এ সংখ্যা ১২০টিতে উন্নীত করা যাবে।

বেসরকারি হাসপাতালে ব্যয়বহুল চিকিৎসা সেবা , মধ্যবিত্ত-নিম্নবিত্তদের নাগালের বাইরে; সেসব চিকিৎসা পাওয়া যায় চমেক হাসপাতালে। এনজিওগ্রাম, সিটি স্ক্যান, ক্যানসার রোগীদের রেডিওথেরাপি, ডায়ালাইসিসসহ অনেক জটিল রোগের চিকিৎসা দিয়ে যাচ্ছে এ হাসপাতাল।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর