chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাঙ্গামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ ছুঁই ছুঁই

রাঙ্গামাটিতে দীর্ঘ হচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। একদিন বিরতর পর গতকাল আরও তিনজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে।

শনিবার (২৩মে) সাড়ে ১২টা নাগাদ ৩জন শনাক্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিভাগের ফোকাল পার্সন ডা.মোস্তফা কামাল।

তিনি জানান, ফৌজদারহাটের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিকেল অ্যান্ড ইনফেকশাস ডিজেজ(বিআইটিআইডি) এবং চট্টগ্রাম ভেটেনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের থেকে আমাদের হাতে এসেছে সর্বমোট ৫৫ রিপোর্ট। এর থেকে ৩ জনের পজেটিভ ফলাফল এসেছে।

৩জনের মধ্য, একজন রাঙ্গামাটি সদরেরর বাকি দুজন নানিয়াচরের- কাউখালীর বাসিন্দা।

উল্লেখ্য, রাঙ্গামাটিতে এখন পর্যন্ত সর্ব মোট ৮২২টি নমুনা সংগ্রহ হয়েছে। তারমধ্য ৬৩১টি নমুনার ফলাফল পেয়েছে রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস। ৬৩১টি নমুনা থেকে ৪৬টি পজেটিভ, ৫৮৫টি নেগেটিভ এবং অপেক্ষমান রয়েছে আরও ১৯১টি।

এই বিভাগের আরও খবর