chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

১৭৩ জন মুক্তিযোদ্ধা পেল চসিকের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য ১৭৩ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন(চসিক)।

রবিবার(১৯ ডিসেম্বর) সকালে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মুক্তিযোদ্ধাদের
সংবর্ধনা দেওয়া হয়।

এসময় মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, হাজার বছরের ইতিহাসে বাঙ্গালীর স্বাধীনতার জন্য অনেক বড় বড় মনীষি আগ্রাণ চেষ্টা করেও স্বাধীনতা এনে দিতে পারেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের আকাক্সক্ষাকে বাস্তবায়ন করেছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে। একারণেই হাজার বছরের ইতিহাসে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। কিন্ত দুভার্গ্য ১৯৭৫ সালের ১৫আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে ক্ষান্ত হয়নি ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নামও মুছে দেয়ার সমস্ত অপপ্রয়াস চালানো হয়েছে। তারা বুঝতে পারে নাই বঙ্গবন্ধু কাগজে লেখা একটি নাম নয় বঙ্গবন্ধু বাঙ্গালীর অন্তরে ধারণ করা একটি নাম ও ইতিহাস।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী। আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব ডা. জাফরউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কমান্ডার মোজাফফর আহমদ, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, কাউন্সিলর আবদুস সালাম মাসুম। এসময় উপস্থিত ছিলেন সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরবৃন্দ।

নচ/চখ

এই বিভাগের আরও খবর