chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবি’র ভর্তি পরীক্ষা হবে স্বশরীরে

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগের মতোই শিক্ষার্থীদের স্বশরীরে উপস্থিত হয়ে ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষায় অংশ নিতে হবে। 

আজ রবিবার (২৫ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের অন্যান্যবারের মতোই এবারও স্বশরীরে উপস্থিত হয়ে এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষায় অংশ নিতে হবে। তবে এবারের ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল বিবেচনা করা হবে কিনা— এ সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

তিনি আরো বলেন, চলতি বছরের এইচএসসির ফলাফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেয়া হবে।

এসএএস/এএমএস

এই বিভাগের আরও খবর