chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ডেস্ক নিউজ : কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ছবিল উদ্দিন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত ছবিল একই ইউনিয়নের আইরমারী চর গ্রামের মূসা আলীর ছেলে।

স্থানীয় এবং জনপ্রতিনিধিরা জানায়, বৃহস্পতিবার ভোরে একদল চোরাকারবারি গরু আনার জন্য কালাইয়ের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৩৯/৪টি এর পাশ দিয়ে ভারতের আসামের অভ্যন্তরে মন্ত্রীর চরে যায়।

এ সময় আসামের ৪১ ব্যাটালিয়নের বিএসএফের মন্ত্রীরচর বর্ডার আউটপোস্টের সদস্যরা তাদের উপস্থিতি টের পায়। এরপর বিএসএফ গুলি ছুড়লে ছবিলের পেটে গুলি লাগে। পরে তার সহযোগীরা তাক উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পথে তিনি মারা যান।

নারায়ণপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য শাহাদৎ হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে পাখিউড়া সীমান্ত পথে গরু চোরাচালান করতে গিয়ে বিএসএফের গুলিতে ছবিল নামের এক বাংলাদেশি ডাঙ্গোয়াল (গরু পাচারের রাখাল) নিহত হয়।

বিএসএফের গুলিতে যুবক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে নারায়ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান বলেন, ওই সীমান্তে মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটে থাকে।

এ প্রসঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন জানান, নারায়ণপুর সীমান্তের পাখিউড়া বর্ডার আউটপোস্টের (বিওপি) অধীন সীমান্তে এক রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। তবে কোনো ব্যক্তির মরদেহ স্পটে পাওয়া যায়নি।

কচাকাটা থানার ওসি মামুন অর রশিদ বিএসএফের গুলিতে ছবিল উদ্দিনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএএস/

এই বিভাগের আরও খবর