chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কাবুলের মসজিদে শক্তিশালী বিস্ফোরণে প্রাণ গেল ৬৬ মুসল্লি

আন্তর্জাতিক ডেস্ক : মসজিদে মুসল্লিরা জুমার নামাজের পরে যখন জিকরে মশগুল ছিলেন, তখনই শক্তিশালী একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রাণ হারিয়েছে ৬৬ মুসল্লি। আহত হয়েছে শতাধিক।

শুক্রবার জুমার নামাজের পর আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে শক্তিশালী এ বিস্ফোরণে প্রাণহানির ঘটনাটি ঘটে।

মসজিদের প্রধান সাঈদ ফাজিল আগা জানান, তারা মনে করছেন, আত্মঘাতী বোমা হামলাকারী তাদের অনুষ্ঠানে যোগ দিয়ে এই বিস্ফোরণ ঘটায়।

ভয়েস অফ আমেরিকা জানিয়েছে, হাসপাতালগুলো এখন পর্যন্ত ৬৬ জন মৃতদেহ এবং ৭৮ জন আহত ব্যক্তিকে পেয়েছে। যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তানে জাতিসংঘের মিশন হামলার নিন্দা জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র বিসমিল্লাহ হাবিব জানিয়েছেন, স্থানীয় সময় বেলা ২টার দিকে বিস্ফোরণটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের মতে, তারা বিস্ফোরণের পরে অ্যাম্বুলেন্সে হতাহতদের নিয়ে যেতে দেখেছেন। কাছাকাছি একটি হাসপাতালের এক নার্স ইঙ্গিত দিয়েছেন, তারা গুরুতর অবস্থায় বেশ কয়েকজন আহত ব্যক্তিকে পেয়েছেন।

এর আগে গত সপ্তাহেই বেশ কয়েকটি বিস্ফোরণে কয়েক ডজন আফগান বেসামরিক নাগরিক নিহত হন এবং আইএসকে হামলাগুলোর কয়েকটির দায় স্বীকারও করে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর