chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিস্ফোরণে তালেবানের গভর্নর নিহত

আফগানিস্তানের বালখ প্রদেশের তালেবান গভর্নরের অফিসে বিস্ফোরণ ঘটেছে। এতে গভর্নর নিজ অফিসে নিহত হয়েছেন। ২০২১ সালে ক্ষমতায় আসার পর তিনিই নিহত হওয়া সবচেয়ে শীর্ষ কর্মকর্তা। তার নাম মোহাম্মদ দাউদ মুজাম্মিল। খবর বিবিসি।

তালেবান ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানে সহিংসতা কমে এলেও বিশিষ্ট তালেবানপন্থি নেতারা একের পর এক হামলার শিকার হচ্ছে। এর মধ্যে অনেকগুলোর দায় নিয়েছে ইসলামিক স্টেট।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ টুইট করে বলেন, ইসলামের শত্রুদের ঘটানো বিস্ফোরণে গভর্নর নিহত হয়েছেন। তদন্ত চলছে।

মুজাম্মিল পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নানগারহারে ইসলামিক স্টেটের জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন। গেল অক্টোবরে তিনি বালখে বদলি হন।

স্থানীয় পুলিশ বলছে, সর্বশেষ বিস্ফোরণের কারণ জানা যায়নি। এই বিস্ফোরণের দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

বালখ পুলিশের মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজিরি বলেন, স্থানীয় সময় সকাল ৯টার দিকে গভর্নর অফিসে দোতলায় বিস্ফোরণটি ঘটে। এই হামলায় আরও একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন ।

 

সাআ / চখ

 

এই বিভাগের আরও খবর