chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঘরে বসে টিকা, গ্রেপ্তার দুইজনের জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: টাকার বিনিময়ে বাসায় বসে টিকা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার দুইজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৬ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেস্ট হোসেন মোহাম্মদ রেজার আদালতে তাদের জামিন মঞ্জুর করা হয়।

এ ঘটনায় মামলার আসামিরা হলেন- ভ্যাকসিন গ্রহীতা মো. হাসান ও সহায়তাকারী মোবারক আলী।

এর আগে গত বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেস্ট হোসেন মোহাম্মদ রেজার আদালতে হাসান ও মোবারকের পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ। তবে শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আসামিদের জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, সরকারের গণটিকা কর্মসূচিতে গত ৭ আগস্ট চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রতিটি ওয়ার্ডে টিকা প্রাপ্তির ব্যবস্থা করা হয়। চসিকের একটি টিকাদান কেন্দ্রে দায়িত্বরত বিষু দে নামে জনপ্রতি এক হাজার টাকার বিনিময়ে বাসায় গিয়ে টিকা পুশ করেন। এমনকি টিকা গ্রহীতা টিকা দানের ছবি ফেসবুকে আপলোড দেন।

পরে বিষয়টি জানাজানি হলে চসিকের স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা ‘সরকারি টিকা আত্মসাৎ করে অবৈধভাবে ব্যবহারের অভিযোগে একটি মামলা দায়ের করেন। একইসঙ্গে স্বাস্থ্যকর্মী বিষু দেকে বরখাস্ত করে চসিক।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর