chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চমেক হাসপাতালে টিকা পাবে হজ যাত্রীরা

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালসহ সারাদেশে ৭৯টি কেন্দ্রে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেয়া হবে। করোনা টিকা বাধ্যতামূলকসহ আরও দুটি টিকা গ্রহণ করতে হবে হজ যাত্রীদের।

এ প্রসঙ্গে শাহ আমানত হজ্ব কাফেলার এমডি মোহাম্মদ ইয়াছিন চট্টলার খবরকে  বলেন, চলতি বছরের হজ নিবন্ধন শেষ হয়েছে। প্রথম হজ ফ্লাইট শুরু হবে আগামী ২১ মে।  চলতি বছরে যারা হজে যাবেন তাদের আগামী ৬ মে থেকে টিকা দেওয়া হবে। কোভিড টিকা, মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা সরকারিভাবে দেওয়া হবে। চট্টগ্রামের হজ যাত্রীদের চমেক হাসপাতলে এ টিকা দেওয়া হবে। এছাড়া রাড গ্রুপের টেস্ট, ডায়াবেটিস, ইলেকট্রোনিক কার্ডিওগ্রাফি (ইসিজি) সহ কয়েকটি পরীক্ষা করতে হবে হজ যাত্রীদের।

জেলা অনুযায়ী নিবন্ধনকারী হজযাত্রীরা সিভিল সার্জন অফিসে গিয়ে টিকা নিতে পারবেন। এবার কোভিডের টিকার পাশাপাশি আরও দুটি টিকা দেওয়ার শর্ত জুড়েছে সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রণালয়। তাছাড়া হজযাত্রীর দীর্ঘস্থায়ী কোনো।

টিকা দেওয়ার প্রস্তুতির প্রসঙ্গে চমেক হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. রাজিব পালিত বলেন, আমরা প্রস্তুতি শুরু করেছি। যারা টিকা দেবেন তাদের সাথে যোগাযোগ করেছি। শীঘ্রই টিকা হাতে পাবো। ঠিক কয় ঘণ্টা টিকা কার্যক্রম চলবে তা এখনো নির্ধারণ হয়নি। তবে আমরা শীঘ্রই। জানিয়ে দেব। আগের মতো চমেক হাসপাতালের দোতলায় পুরোনো কনফারেন্স রুমে টিকা

দেয়া হবে।

উল্লেখ্য,  চাঁদ দেখা সাপেক্ষে এবছর ২৭ জুন শুরু হবে হজ।

নচ/মআ/চখ

 

এই বিভাগের আরও খবর