chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে করোনা টিকা এলো ৫২ হাজার ডোজ

করোনা ভাইরাস প্রাণঘাতি মোকাবিলা করতে বাংলাদেশকে আর ৩৬ লাখ ডোজ টিকা দিয়েছে ফাইজার। সেখান থেকে চট্টগ্রাম পেলো ৫১ হাজার ৮৪০ ডোজ টিকা। 

গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের ইপিআইয়ের তত্ত্বাবধায়ক হামীদ আলী।

তিনি বলেন, দুয়েক দিন হলো টিকাগুলো হাতে পেয়েছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে টিকাগুলো এসেছে। এগুলো ফাইজারের তৈরি টিকা। নাম হলো ভিসিভি বা ভ্যারিয়ান্ট কনটেইনিং ভ্যাকসিন। বুস্টার ডোজ হিসেবে এ টিকাটি দেওয়া হবে। এছাড়া দেওয়া হবে তৃতীয় এবং চতুর্থ ডোজের টিকাও। বিভিন্ন উপজেলায় যাচ্ছে এই টিকাগুলো। নগরে আজ (১ জুন) থেকে দেওয়ার কথা। আগের টিকাকেন্দ্রগুলোতে দেওয়া হবে। তবে এ টিকা কখন দেওয়া হবে জানতে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিমকে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেন নি।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৮ বছরের ঊর্ধ্বে যারা আছেন, তাদের তৃতীয় ডোজ দেওয়া হবে। ষাটোর্ধ্বদের চতুর্থ ডোজ দেওয়া হবে। এছাড়া গর্ভবতী মা, বীর মুক্তিযোদ্ধা যারা চতুর্থ ডোজ পায়নি তাদের এ টিকা দেওয়া হবে। সূত্র: সুপ্র।

 

এই বিভাগের আরও খবর