chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফের আশ্রয় নিলো মিয়ানমারের ৪০ বিজিপি সদস্য

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে নতুন করে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৪০ সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে।

গতকাল শুক্রবার (৩ মে) মধ্যরাতে টেকনাফ উপজেলার তিনটি পয়েন্ট দিয়ে এসব সদস্য অস্ত্র-গোলাবারুদসহ পালিয়ে আসে।

বিজিবির দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ৩মে রাতে টেকনাফের সাবরাং ইউপির আচারবুনিয়া থেকে ১৪ জন বিজিপি সদস্য একটি কাঠের নৌকায় এসে অস্ত্র গোলাবারুদসহ সাবরাং বিওপিতে আত্মসমর্পণ করেন।

এর পর সকাল সাড়ে ৬টায় টেকনাফ সদর ইউপির নাজিরপাড়া এলাকায় নৌকায় করে বিজিপির আরও ২২ সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ নাজিরপাড়া বিওপিতে আত্মসমর্পণ করেন।

পরে সকাল ৯টায় টেকনাফ সদরের নাজিরপাড়া এলাকায় আরও ৪ বিজিপি সদস্য দুটি কাঠের নৌকা ও অস্ত্র গোলাবারুদসহ বিজিবির কাছে আত্মসমর্পণ করেন।

বিজিবির দায়িত্বশীল ওই কর্মকর্তা বলেন, শুক্রবার রাত ও শনিবার সকালে তিন দফায় আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের নিরস্ত্র করে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে।

 

 

তাসু/চখ

 

এই বিভাগের আরও খবর