chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বকেয়া বেতন-ভাতার দাবিতে জিএম কার্যালয় ঘেরাও শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক : বকেয়া বেতন-ভাতার দাবিতে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের (জিএম) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে রেলওয়ের সংগঠনগুলো।

বুধবার (২৩জুন) বেলা ১১ টায় সিআরবি জিএম কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচি শেষে দাবির বিষয়ে জিএম এর কক্ষে বৈঠকে বসেন শ্রমিক সংগঠনগুলোর নেতারা। বৈঠকে দাবির বিষয়গুলো স্মারকলিপি আকারে তুলে ধরেন তারা। প্রায় ঘণ্টাব্যাপী চলা বৈঠক জিএম জাহাঙ্গীর হোসেন দাবি আদায়ে নেতাদের আশ্বস্ত করেছেন।

আন্দোলনের বিষয়ে জানতে চাইলে ট্রেন পরিচালক মো. নুরুল আমিন লিটন চট্টলার খবরকে বলেন, গত রোজার মাসে আমরা বেতন পাইনি। সে বেতন আমাদের দেওয়া হয়েছে ঈদের ১২ দিনের পর। চলতি মাসের বেতন কেউ পায়নি। কবে পাব সেটাও কেউ জানে না।

প্রধানমন্ত্রী আইবাস প্লাস সিস্টেমের মাধ্যমে বেতন ভাতা-কাঠামো নির্ধারণ করেছেন। কিন্তু তিনমাসেও এর জটিলতা দূর করা হয়নি। চাকরি শেষে অবসরে যাওয়া ব্যক্তিদের পেনশন দেওয়া হচ্ছে না। এর চেয়ে কষ্ট আর ভোগান্তি কি হতে পারে?

নুরুল আমিন দাবি করেন অযোগ্য, অদক্ষ, অব্যবস্থাপনা কারণেই তিন মাস ধরে শ্রমিকদের বেতন ভাতা আটকে আছে। রেলওয়ে খাতকে অস্থিতিশীল করতে একটি পক্ষ কাজ করছে করছেন বলে জানা তিনি।

বৈঠকে বিষয়ে জানতে চেয়ে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক(জিএম) জাহাঙ্গীর হোসেনকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

আরকে/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর