chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বকেয়া বেতন আদায়ে সংঘর্ষের মুখে পোশাক কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামের অক্সিজেন এলাকায় আন্দোলনরত একটি পোশাক কারখানার কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আল আমিন পোশাক কারখানার কর্মীদের সাথে পুলিশের এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্যমতে, গত চার মাসের বকেয়া বেতনের দাবিতে অক্সিজেনের মূল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আল-আমিন পোশাক কারখানার কয়েক শতাধিক শ্রমিক।

পোশাক কারখানার আন্দোলনরত থাকা শ্রমিকদের সড়কে অবস্থানের ফলে অক্সিজেন-হাটহাজারী সড়কে তীব্র যানজট তৈরি হয়। আটকে পড়া শতশত গাড়ির যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরানোর চেষ্টা করলে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

পুলিশ কে প্রতিহত করতে গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে, অন্যদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর