chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চসিক নির্বাচন : ১৯৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রেজাউল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ফলাফলে এগিয়ে আছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।

আজ বুধবার রাত সোয়া আটটা পর্যন্ত ৭৩৫টি কেন্দ্রের মধ্যে ১৯৪টির ফলাফল পাওয়া গেছে।

এর মধ্যে এম রেজাউল করিম পেয়েছেন ৬৭ হাজার ৩৭৪ ভোট। বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৮ হাজার ২৫০ ভোট। শেষ খবর পাওয়া পর্যন্ত মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম চৌধুরী এগিয়ে আছেন।

বুধবার ভোট গ্রহন শেষ হওয়ার পর পরই সন্ধ্যায় নগরীর জিমনেসিয়াম হলে ফলাফল ঘোষণা শুরু হয়। ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান।

এ সময় ঘোষিত ফলাফলে অন্য মেয়র প্রার্থীদের মধ্যে মোমবাতি  প্রতীক নিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমএ মতিন পেয়েছেন ৭১ ভোট, আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আবুল মনজুর পেয়েছেন ২৮০ ভোট, হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম পেয়েছেন ২৪৪ ভোট, চেয়ার প্রতীক নিয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ পেয়েছেন ৩৩ ভোট ও হাতি প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে খোকন চৌধুরী পেয়েছেন ৫২ ভোট।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণের পর সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা শুরু হয়। নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

চট্টগ্রাম নগরীর ৪১ ওয়ার্ডে মোট ৭৩৫টি ভোটকেন্দ্রে মেয়র পদে নির্বাচন হয়েছে। ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন, নারী ভোটার ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন।

এদের মধ্যে হাতপাখা প্রতীকের প্রার্থী জান্নাতুল ইসলাম ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুললেও ভোট প্রত্যাখান করেননি বিএনপির মেয়র প্রার্থী।

এসএএস/চখ

এই বিভাগের আরও খবর