chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ দিনের এক রাষ্ট্রীয় সফরে আগামী ২৪ এপ্রিল থাইল্যান্ড যাচ্ছেন। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর এই সফরের বিষয়টি প্রকাশ করেছে।

দেশটির প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন ও জাতিসংঘের একটি সংস্থা এসকাপের যৌথ আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সফরের দ্বিতীয় দিন আগামী ২৫ এপ্রিল শেখ হাসিনা ব্যাংককে এসকাপ কমিশনের ৮০তম অধিবেশনে বক্তৃতা করবেন।

দুই প্রধানমন্ত্রী আগামী ২৬ এপ্রিল আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক করবেন। একই দিন দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারকে সই হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের রাজপ্রাসাদে রাজা মহা ভাজিরালংকর্নের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আগামী ২৯ এপ্রিল শেখ হাসিনা দেশে ফিরবেন।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী থাইল্যান্ডে বাংলাদেশের কোনো সরকারপ্রধানের এটাই প্রথম দ্বিপক্ষীয় সরকারি সফর।

 

 

তাসু/চখ

 

এই বিভাগের আরও খবর