chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রোগীর স্বজনদের মারধরের ঘটনায় স্থিতিশীল অবস্থা চিকিৎসকের

সীতাকুণ্ডে এক শিশু মৃত্যুর ঘটনায় স্বজনদের মারধরের শিকার বেসরকারি হাসপাতালের চিকিৎসক রিয়াজ উদ্দিন শিবলুর অবস্থা স্থিতিশীল রয়েছে এবং ৩ দিন পর করানো হবে সিটি স্ক্যান।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহসান এ তথ্য জানান।

চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে। যেহেতু তার মাথায় হেমোরোজিক ইনজুরি ছিল তাই ৭২ ঘণ্টা পর আরও একটি সিটি স্ক্যান করানো হবে। এর পর বলা যাবে তিনি কোন অবস্থায় আছেন।

স্বাচিপ কেন্দ্রীয় কমিটি সদস্য ও চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. রিজোয়ান রেহান বলেন, এমন ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। যার এ ঘটনা সঙ্গে সংশ্লিষ্ট তাদের শাস্তির আওতায় আনতে হবে। এসব অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনা ক্রম অগ্রসরমান দেশের স্বাস্থ্যব্যবস্থাকে মারাত্মক হুমকিতে ফেলে দিচ্ছে। চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সুষ্ঠ কর্মপরিবেশ নিশ্চিত না হলে রোগীদের সেবাদানে ব্যাঘাত ঘটবে।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর