chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দামপাড়ায় ভারপ্রাপ্ত মেয়রের পানি বিতরণ

চট্টগ্রামের দামপাড়ায় তীব্র তাপদাহে বিপর্যস্ত পথচারী ও শ্রমজীবী মানুষদের সুপেয় পানি বিতরণ ও বিভিন্ন আইল্যান্ডে সৌন্দর্যবর্ধনের বাগান ও চারাগাছে পানি দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন।

সোমবার (২৯ এপ্রিল) নগরীর দামপাড়া চট্টেশ্বরী মোড়ের বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের ব্যানারে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

চসিক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, চলমান তীব্র তাপদাহে বিপর্যস্ত পথচারী ও শ্রমজীবী মানুষ, পশু-পাখি এমনকি শখের চারাগাছকে পানি দেওয়ার আহ্বান জানাচ্ছি। মানুষ মানুষের জন্য এ কথাটা চট্টগ্রামের জন্য শতভাগ সত্যি। তীব্র গরমের মধ্যে মোড়ে মোড়ে প্রগতিশীল বিভিন্ন সংগঠন, সামাজিক সংস্থার উদ্যোগে শরবত বিতরণ করা হচ্ছে। ধনীদের প্রতি আহ্বান জানাব সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পথচারী ও শ্রমজীবী মানুষকে বিশুদ্ধ পানি এবং মানসম্পন্ন শরবত যাতে বিতরণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, যুগ্ম সম্পাদক শিশির দে, আইন বিষয়ক সম্পাদক শেখ এ আহমেদ আদনান আরমান, সমাজসেবা সম্পাদক সাজিদুর রহমান মিল্টন, রাসেল বাবু, মো. আসিফ, ইকবাল রাসেল, দিদার, আলো, নীরব বড়ুয়া প্রমুখ।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর