chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আনোয়ারায় হাসপাতালের এক্স-রে কক্ষে বিষধর সাপ 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি বেসরকারি হাসপাতালের এক্স-রে কক্ষ থেকে একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্যরা। 

গতকাল শুক্রবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সাপটি উদ্ধার করা হয়।

হাসপাতালের কর্মীরা বলেন, উপজেলার কালাবিবির দীঘির মোড় এলাকায় অবস্থিত হাসপাতালের এক্স-রে কক্ষটি ভবনের নিচতলায়। গতকাল সন্ধ্যা সাতটার দিকে এক্স-রে করাতে গিয়ে একটি শঙ্খিনী সাপ দেখেন কর্মচারীরা। ওই সময় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন, কীভাবে সাপটি বের করবেন। পরে খবর দেওয়া হলে স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্যরা রাত সাড়ে ৯টার দিকে সাপটি উদ্ধার করেন।

সাপ উদ্ধারের পর তাঁরা জনগণকে সাপ না মারার জন্য সচেতন করেন।

সাপ উদ্ধারকারী দলের সদস্য মো. মেহরাজ হোসেন বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১০ মিনিটের মধ্যে ৪ ফুট লম্বা সাপটি উদ্ধার করা হয়। ওই সময় জনগণকেও সচেতন করা হয়েছে যাতে সাপ না মারে।

 

তাসু | চখ

এই বিভাগের আরও খবর