chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইউক্রেনের খারকিভ ও জাপোরিঝিয়া শহরে রুশ ড্রোন হামলা

ইউক্রেনের খারকিভ ও জাপোরিঝিয়া শহরে রাশিয়ার ড্রোন হামলায় ১০ জন নিহত ও আহত হয়েছে অন্তত ৩০ জন।

শনিবার (৬ এপ্রিল) ভোরে এ হামলা চালায় বলে জানান খারকিভের মেয়র ইহোর তেরেখভ ও জাপোরিঝিয়ার আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ।

খারকিভের মেয়র ইহোর তেরেখভ বলেন, শনিবার ভোরে অ্যাপার্টমেন্ট ব্লকসহ বেশ কয়েকটি ভবনে ইরানের তৈরি শাহেদ আঘাত ড্রোন হেনেছে। হামলায় অন্তত ৬ জন নিহত আরও অন্তত ১০ জন আহত হয়েছে।

জাপোরিঝিয়ার আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ বলেন, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৪ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। বেশ কয়েকটি বহুতল ভবন ও ব্যক্তিগত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমে দুটি ক্ষেপণাস্ত্র হামলা করে। এরপর পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর আরও তিনটি ক্ষেপণাস্ত্র হামলা করে। ইউক্রেনের সংবাদমাধ্যমগুলো অনুসারে, কয়েকজন সংবাদকর্মীও এ হামলায় আহত হয়েছে।

পুলিশ জানায়, হামলায় অ্যাপার্টমেন্ট ব্লক, পেট্রোল স্টেশন, প্রশাসনিক ভবন এবং গাড়ির ক্ষতি হয়েছে।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর