chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কাপ্তাই হ্রদে অবৈধভাবে মাছ ধরায় জাল ও নৌকা জব্দ

রাঙামাটি জেলার কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরায় ২টি জাল ও ৭টি নৌকা জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ও নৌ-পুলিশ।

বুধবার (৩ মার্চ) দিনব্যাপী রাঙামাটি জেলার হরিণা টিলার কাপ্তাই হ্রদের বিভিন্ন অংশে এ অভিযান চালানো হয়। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণণকেন্দ্র এ তথ্য জানায়।

বিএফডিসি রাঙামাটি কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. আশরাফুল আলম ভূঁইয়া বলেন, কাপ্তাই হ্রদে জাঁগ দেয়া, অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে গাছের গুঁড়ি বা গুইট্টা অপসারণ, মাছের নিরাপদ আবাসস্থল ধ্বংস সম্পূর্ণ অবৈধ। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রতি বছরের ন্যায় এ বছরও নৌ-পুলিশের সহায়তায় হ্রদের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বিএফডিসির টহল টিম ও নৌ-পুলিশ বুধবার রাঙামাটির হরিণা টিলায় এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় একটি জাঁগ জাল, একটি কেচকি জাল, দুইটি অক্সিজেন সিলিন্ডার, চারটি ইঞ্জিন চালিত নৌকা ও তিনটি কাঠের নৌকা জব্দ করা হয়। কাপ্তাই হ্রদে জাঁগ বিরোধী টহল অব্যাহত রয়েছে।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর