chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

আগামী ২৬ এপ্রিল (শুক্রবার) অনুষ্ঠিত হবে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পিএসসির কর্মকর্তারা।

পিএসসির কর্মকর্তারা বলেন, আগামী ৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার কথা থাকলেও সিটি করপোরেশন নির্বাচনের কারণে তারিখ পরিবর্তন করা হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষা পেছানোতে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ ও লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে সভায়। বিভাগীয় শহর ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৪৬তম বিসিএসের মোট তিন হাজার ১৪০ শূন্য পদের বিপরীতে মোট তিন লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর