chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিতু হত্যা মামলায় আরও ৪ জন সাক্ষ্য গ্রহণ

বহুল আলোচিত চট্টগ্রামের মিতু হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন আরও ৪ জন।

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে তারা সাক্ষ্য প্রদান করেন।

সাক্ষ্য প্রদানকারীরা হলেন, আসামি কামরুল ইসলাম শিকদার মুছার বাড়িওয়ালা আনিছ উজ্জামান, অস্ত্র উদ্ধারের ঘটনায় জব্দ তালিকার সাক্ষী মোস্তাক আহম্মেদ, আসামি এহতেশামুল হক ভোলা অনুসন্ধান স্লিপের তদন্তকারী কর্মকর্তা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সংকর বড়ুয়া ও আসামি আনোয়ার হোসেনের অনুসন্ধান স্লিপের তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আরিফ হোসেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী নেছার আহম্মেদ বলেন, মিতু হত্যা মামলায় আজ (মঙ্গলবার) ৪ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। এ নিয়ে মামলাটিতে ৩৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

জানা গেছে, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। ওই সময় এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। ঘটনার সময় মিতুর স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। ঘটনার পর চট্টগ্রামে ফিরে তৎকালীন পুলিশ সুপার ও মিতুর স্বামী বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয়দের আসামি করে একটি হত্যা মামলা করেন।

গত বছরের ১৩ মার্চ আলোচিত মামলাটিতে বাবুল আক্তারসহ সাত আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর