chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দুর্গাপূজা সামনে রেখে আলপনায় সেজেছে হাওড়া ব্রিজ

দুর্গাপূজা সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমার অঙ্গে শেষ টান দেওয়া হচ্ছে। দালানকোঠাও সেজে উঠছে আলপনায়। এবার হাওড়া ব্রিজের গায়েও পড়েছে আলপনার সুচিত্রিত বিন্যাস। কলকাতার বিশিষ্ট শিল্পীরা দলবল নিয়ে আলপনায় সাজিয়ে তুলেছেন হাওড়া ব্রিজ।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট ট্রাস্টের সহযোগিতায় টাটা মালিকানাধীন ক্রোমার এই অভিনব উদ্যোগে অংশ নিতে এগিয়ে এসেছিলেন কলকাতার বিশিষ্ট শিল্পী সঞ্জয় পাল, ছিলেন অন্বেষক সহ ৮০ জন সহযোগী। পশ্চিমবঙ্গের সরকারি আর্ট কলেজের এই শিল্পীদের অক্লান্ত পরিশ্রমে আর আঙুলের ছোঁয়ায় হাওড়া ব্রিজ সাজসজ্জা সেরে আগের চেয়েও মোহময়ী রূপ ধারণ করেছে।

আলপনায় একদিকে যেমন রয়েছে সাবেকিয়ানা, তেমনই ফুটিয়ে তোলা হয়েছে দৈনন্দিনতার পরতে পরতে জড়িয়ে থাকা আধুনিক প্রযুক্তির কথা। গ্যাজেটসের ভূমিকা কীভাবে উৎসবের দিনগুলোকে আনন্দে ভরিয়ে দিতে পারে, সেই আনন্দ কীভাবে ধরে রাখতে পারে পূজার পরের দিনগুলোতেও সেটিই এখানে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

 

তাসু/চখ

 

 

এই বিভাগের আরও খবর