chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চসিকের ৭ টি স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাতটি স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম চৌধুরী ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শুক্রবার সকালে রেলওয়ে হাসপাতাল কলোনী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। এরপর সবগুলো স্কুলে পরিদর্শন করে উন্নয়ন কাজের উদ্বোধনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভবনা সম্পর্কে অবগত হন মেয়র রেজাউল করিম চৌধুরী এবং শিক্ষা উপমন্ত্রী নওফেল।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মোট ১৪ কোটি ৩৯ লাখ টাকার এ উন্নয়ন কার্যক্রমের মধ্যে আছে রেলওয়ে হাসপাতাল কলোনী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় এবং চরচাক্তাই সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের ৬-তলা ভিত বিশিষ্ট ১-তলা একাডেমিক ভবন নির্মাণ, কৃষ্ণ কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এবং পাথরঘাটা মেনকা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬-তলা ভিত বিশিষ্ট ৬-তলা একাডেমিক ভবন নির্মাণ, লামাবাজার এ এ এস সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় এবং ভুলুয়ার দিঘী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮-তলা ভিত বিশিষ্ট ৬-তলা একাডেমিক ভবন নির্মাণ এবং অর্পনাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ২য়, ৩য় ও ৪র্থ তলার উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজ।

অনুষ্ঠানে মেয়র রেজাউল বলেন, আগামীর প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ নির্মাণে আমাদের শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণে মনোযোগ দিয়েছে সরকার। এর অংশ হিসেবে বাংলাদেশের একমাত্র সিটি কর্পোরেশন হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৮৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ৬৫ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে। মেয়র হিসেবে শিক্ষাখাতে অর্থবরাদ্দকে ব্যয় নয় বরং বিনিয়োগ মনে করি। কারণ আগামীর প্রজন্ম শিক্ষিত ও দক্ষ হয়ে উঠলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে জাতি অগ্রসর হবে।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী প্রজন্মকে প্রস্তুত করতে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী। রূপকল্প-২০৪১ বাস্তবায়নে শিক্ষাকে প্রধান খাত ধরে এগিয়ে যাচ্ছে সরকার।

এসময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি, সলিমুল্যাহ বাচ্চু, জহর লাল হাজারী, পুলক খাস্তগীর, রুমকি সেনগুপ্ত, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জালালুদ্দিন চৌধুরী, নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার।

এই বিভাগের আরও খবর