chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাদাগাস্কারে স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১২

মাদাগাস্কারের জাতীয় স্টেডিয়ামে প্রবেশের সময় পদদলিত হয়ে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া অন্তত ৮০ জন মানুষ আহত হয়েছেন।

শুক্রবার বারিয়া স্টেডিয়ামে ইন্ডিয়ান ওসান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে মর্মান্তিক এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে যোগ দিতে প্রায় ৫০ হাজার দর্শকম ও স্টেডিয়ামে গিয়েছিলেন। খবর- আলজাজিরার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত দেশটির প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনটসে আন্তানানারিভোর স্থানীয় হাসপাতালে সাংবাদিকদের বলেন, ‘এ দুর্ঘটনায় ১২ জন মারা গেছেন, এছাড়া প্রায় ৮০ জন আহত হয়েছেন।’

এ ঘটনার পর টেলিভিশন ভাষণে মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা বলেন, ‘স্টেডিয়ামে প্রবেশের সময় ধাক্কাধাক্কির কারণে দুঃখজনক এই ঘটনাটি ঘটেছে।’

ইন্ডিয়ান ওসান আইল্যান্ড গেমস একটি মাল্টি-ডিসিপ্লিনারি প্রতিযোগিতা। মাদাগাস্কারে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এর আগে ২০১৯ সালে দেশটির মহামাসিনা স্টেডিয়ামে একই ঘটনায় অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছিলেন।

মআ/চখ

এই বিভাগের আরও খবর