chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আল হিলালের ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিলেন এমবাপ্পে

সৌদি প্রো লিগের দল আল হিলালের ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে।
বুধবার (২৬ জুলাই) একাধিক গণমাধ্যমের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে সিএনএন।

এমবাপ্পেকে ৩০০ মিলিয়ন ইউরোর বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছিল সৌদি দল আল হিলাল। জানা যায়, প্রস্তাবিত চুক্তিতে ৭৭৫ মিলিয়ন ডলারের বিস্ময়কর এক ‘বেতন প্যাকেট’ অন্তর্ভুক্ত ছিল। কিন্তু, ২৪ বছর বয়সী বিশ্বকাপ বিজয়ী তারকা বিশাল অঙ্কের প্রস্তাবটি ফিরিয়ে দেন।

দলবদলের শুরুতে পিএসজির সাথে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন এমবাপ্পে। যার ফলে, আগামী মৌসুমে ট্রান্সফার ফি ছাড়াই নতুন ক্লাব বেছে নিতে পারবে এ ফ্রেঞ্চ ফুটবলার। কিলিয়ানের এই সিদ্ধান্তে ক্ষিপ্ত পিএসজি এই মৌসুমেই এমবাপ্পেকে বিক্রির ঘোষণা দেয়। সে সুযোগ নিয়ে এই ফরোয়ার্ডকে দলে পেতে ৩০০ মিলিয়ন ইউরোর বিশাল অঙ্কের প্রস্তাব দেয় সৌদি লিগের দল আল হিলাল। কিন্তু মেগা এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এমবাপ্পে।

পিএসজিসহ ইউরোপীয় গণমাধ্যম বলছে, আগামী মৌসুমে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দিতে চান এমবাপ্পে। তাই এই প্রস্তাব প্রত্যাখ্যান।

এই বিভাগের আরও খবর