chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীমান্তে ৪ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করল বিজিবি

কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে নাইট্যংপাড়া বরফ কল এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৪ কেজি ২২৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১০ জুলাই) ভোররাতে এ অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, নাফ নদের সীমান্তে নাইট্যংপাড়া বরফকল নামক এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ঐ স্থানে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ২ ব্যক্তিকে বস্তা মাথায় আসতে দেখা যায়।

তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তাগুলো ফেলে পাশের কেওড়া বাগানের ভেতর পালিয়ে যান। পরে বস্তার ভিতর থেকে ক্রিস্টাল মেথ আইসগুলো উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইস বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। আইনি কার্যক্রম গ্রহণ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর