chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

খাগড়াছড়িতে অসহায়দের মাঝে বিজিবির সহায়তা সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি জেলার রামগড়ে স্থানীয় অসহায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে নগদ টাকা, শাড়ি, কম্বল ও দুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা ও স্কুল শিক্ষার্থীদের মধ্যে চকলেট বিতরণ করেছে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত ৪৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামগড় জোন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে জেলার রামগড় ৪৩ বিজিবির সদর দপ্তর সংলগ্ন নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ইমাম হোসেন সীমান্তবর্তী এলাকার অসহায়-দুস্থ পরিবারের মধ্যে এসব সহায়তা সামগ্রী বিতরণ করেন।

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ইমাম হোসেন বলেন, রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ দমনের পাশাপাশি সীমান্ত এলাকায় বসবাসরত পাহাড়ি ও বাঙালির জীবনযাত্রার মান উন্নয়নে রামগড় জোনের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন ৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহমেদসহ বিজিবির পদস্থ কর্মকর্তারা।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর