chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্বকাপ শেষ পগবার

কাতার বিশ্বকাপে খেলা হচ্ছে না পল পগবার। হাঁটুতে চোট পাওয়ায় গত সেপ্টেম্বরে অস্ত্রোপচার করিয়েছেন তিনি। এ থেকে সেরে উঠে বিশ্বকাপের তাঁর খেলার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তাঁর এজেন্ট রাফায়েলা পিমেন্তা,‘দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, পগবার অস্ত্রোপচার থেকে সেরে উঠতে আরো সময় লাগবে। এ কারণে বিশ্বকাপের বিরতির আগে জুভেন্টাস স্কোয়াডে যোগ দিতে পারবে না পল।

কাতার বিশ্বকাপেও ফ্রান্সের হয়ে খেলতে পারবে না। ’

 

ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৯১ ম্যাচ খেলেছেন পগবা, গোল করেছেন ১১টি। এর আগে আরেক ফরাসি মিডফিল্ডার আনগালো কন্তেও চোটের কারণে ছিটকে গেছে বিশ্বকাপ থেকে। মধ্যমাঠের দুই সেনানীকে হারিয়ে খানিকটা ধাক্কা খেল ফ্রান্স। দেশটির কোচ দিদিয়ের দেশম বলেছিলেন, শতভাগ ফিট না হলে জায়গা হবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে।

শিরোপা ধরে রাখার অভিযানে মুকুট ‘ডি’ গ্রুপে খেলবে ফ্রান্স। তাদের তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিসিয়া। আগামী ২৩ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।