chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রোনালদোকে আরো ২ বছর রেখে দেবে ইউনাইটেড!

ডেস্ক নিউজঃ বিশ্ব ফুটবল অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় হলো পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দলবদল। যদিও প্রকাশ্যে কোনো পক্ষই এখনো কিছু বলছে না, কিন্তু রোনালদো যে ইউইনাটেডে থাকতে চাচ্ছেন না সেটা আন্তর্জাতিক মিডিয়া একপ্রকার ধরেই নিয়েছে। কিন্তু চাইলেই কি ইউনাইটেড ছাড়তে পারবেন সিআর সেভেন? বর্তমান ম্যানইউ কোচের কথায় কিন্তু সে রকম মনে হচ্ছে না! 

৩৭ বছর বয়সী রোনালদোকে পেতে ইতিমধ্যে বেশ কিছু ক্লাব আসরে নেমেছে।  কখনো শোনা গেছে তিনি চেলসিতে নাম লেখাতে পারেন, কখনো আবার উঠে এসেছে বায়ার্ন মিউনিখের নাম।

আবার ইদানীং স্প্যানিশ লা লিগার ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদেও তার যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু উনাইটেডের নতুন কোচ এরিক টেন হাগ পর্তুগিজ তারকাকে ওল্ড ট্রাফোর্ডেই রাখতে চান। এ জন্য রোনালদোর সঙ্গে চুক্তির একটি ধারাও সক্রিয় করার ইঙ্গিত দিয়েছেন তিনি।

 

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে এই মুহূর্তে দল নিয়ে অস্ট্রেলিয়ায় থাকা টেন হাগ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘রোনালদোর চুক্তিতে এমন একটি শর্ত আছে, যেটার মাধ্যমে তাকে ২০২৪ পর্যন্ত এখানে রাখা যায়। ‘ কিন্তু ধরে রাখলেই তো হবে না, এই বয়সে পর্তুগিজ মহাতারকা কি শুরুর একাদশে সুযোগ পাবেন? টেন হাগ অবশ্য আত্মবিশ্বাসী, ‘আমি মনে করি, ক্রিশ্চিয়ানো পারবে। সে এটা তার পুরো ক্যারিয়ারেই দেখিয়ে এসেছে। সে আমার চাহিদা সম্পর্কে জানে। ‘

এই বিভাগের আরও খবর