chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আবারো কমল স্বর্ণের দাম

লাইফস্টাইল ডেস্ক : স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমানো হয়েছিল গত ১৫ মার্চ। এক সপ্তাহ না যেতেই দেশের বাজারে ফের কমানো হয়েছে স্বর্ণের দাম।

ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা কমানো হয়েছে। সোমবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২২ মার্চ) থেকে নতুন এ দাম কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের সোনা ভরিপ্রতি ৭৭ হাজার ৯৯ টাকায় বিক্রি হবে। সোমবার পর্যন্ত এ দাম ছিল ৭৮ হাজার ১৪৮ দশমিক ৮০ টাকা।

২১ ক্যারেটের সোনা ভরিপ্রতি ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হবে। আজ পর্যন্ত এ দাম ছিল ৭৪ হাজার ৬৪৯ দশমিক ৬০ টাকা। অর্থাৎ দাম কমল ভরিতে ১০৪৯ দশমিক ৭৬ টাকা।

১৮ ক্যারেটের সোনা ভরিপ্রতি ৬৩ হাজার ১০২ টাকায় বিক্রি হবে। এ মানের সোনার বর্তমান দাম রয়েছে ৬৪ হাজার ৩৫ দশমিক ৩৬ টাকা। অর্থাৎ দাম কমল ভরিতে ৯৩৩ দশমিক ১২ টাকা।

এছাড়া সনাতন পদ্ধতিতে সোনা ভরিপ্রতি দাম পড়বে ৫২ হাজার ৬০৫ টাকা। সোমবার পর্যন্ত বিক্রি হয়েছে ৫৩ হাজার ৩৬২ দশমিক ৮০ টাকা দরে। অর্থাৎ প্রতি ভরিতে ৭৫৮ টাকা কমানো হয়েছে।

তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের রুপা ভরিপ্রতি ১৫১৬ টাকায় বিক্রি হচ্ছে, ২১ ক্যারেট ১৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট ১২১৫ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতিতে রুপা ভরিপ্রতি ৯৩৩ টাকায় বিক্রি হচ্ছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর