chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কিয়েভের শপিং সেন্টার যেন ধ্বংসস্তূপ

আন্তর্জাতিক ডেস্কঃ আগ্রাসন যত দীর্ঘায়িত হচ্ছে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার সামরিক বাহিনীর হামলা ততই বাড়ছে। কিয়েভজুড়ে রুশ হামলা ক্রমবর্ধমানভাবে বৃদ্ধি পাওয়ায় শহরটিতে আগামী ৩৫ ঘণ্টার জন্য কারফিউ জারি করা হয়েছে।

গত রোববার (২০ মার্চ) গভীর রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে বেশ কয়েকটি বাড়ি ও একটি শপিং সেন্টারে যে গোলা হামলা হয়েছিল, তার ছবি প্রকাশ পেয়েছে সংবাদমাধ্যমে। এতে দেখা যায়, শপিং সেন্টারটি এক ধরনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ হামলায় অন্তত ৮ জনের প্রাণহানি ঘটেছে।

সোমবার কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো টেলিগ্রামে এক বার্তায় কারফিউ জারির ঘোষণা দিয়েছেন। নগরীর মেয়র ভিতালি ক্লিৎস্কো টেলিগ্রামে লিখেছেন, স্থানীয় সময় আজ রাত ৮টা থেকে বুধবার ভোর ৫টা পর্যন্ত নগরীতে কারফিউ জারি থাকবে। তিনি বলেছেন, আমি প্রত্যেককে বাড়িতে থাকার অথবা সংকেত বাজলেই আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

সিশা/চখ

এই বিভাগের আরও খবর