chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সোনাদিয়ার চর থেকে ১১৫ রোহিঙ্গাকে আটক করল পুলিশ

জেলা-উপজেলা ডেস্ক : কক্সবাজার জেলার মহেশখালীর সোনাদিয়ার চর এলাকায় অভিযান চালিয়ে ১১৫ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৪টার সময় ক্যাম্প পালিয়ে ট্রলারে করে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতিকালে মহেশখালী থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।

আটকের তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম। তিনি বলেন, দালাল চক্রের কয়েকজন সদস্য মালেয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে শরণার্থী শিবির থেকে রোহিঙ্গা নাগরিকদের বের করে আনেন।

সোমবার বিকেলে রোহিঙ্গাদের বহনকারী একটি বড় কাঠের বোট সোনাদিয়ার চর এলাকায় নোঙর করলে স্থানীয়রা বিষয়টি থানায় অবগত করেন। পরে মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ১১৫ জনকে উদ্ধার করে।

এসময় পুলিশের অবস্থান টের পেয়ে আরও বেশ কিছু রোহিঙ্গা নারী-পুরুষ ভয়ে অন্যত্র লুকিয়ে রয়েছে জানিয়ে তাদেরকেও আটকে অভিযান চলছে বলে তিনি জানান।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।

চখ/আর এস