chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাঙ্গুনিয়ায় ৭৩০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাঙ্গুনিয়ায় সেনাবাহিনী ও বনবিভাগের যৌথ অভিযানে প্রায় ৭৩০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করে তা জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১৮ লাখ টাকা।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার শিলক ইউনিয়নের জালিয়াপাড়া এলাকা থেকে পাচারের জন্য রাখা কাঠ জব্দ করে বনবিভাগের উপজেলা রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয়।

বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো মাসুম কবির বলেন, গোপন সংবাদে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে পাচারের জন্য রাখা ৭৫১ টুকরা ৭৩০ দশমিক ৩০ ঘনফুট সেগুন গোল কাঠ ও রর্দা জব্দ করা হয়েছে।

তবে পাচারে জড়িত কাউকে পাওয়া যায়নি। বন আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।

উল্লেখ্য রাঙ্গুনিয়া ও পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে রাইখালী খন্দকাটা হয়ে পদুয়া, কোদালা, শিলক এবং সরফভাটা ইউনিয়নের বিভিন্ন স্থান দিয়ে নদী ও সড়ক পথে বেপরোয়াভাবে মূল্যবান সেগুন কাঠ পাচার করে আসছে একটি চক্র।

জেএইচ/আর এস

এই বিভাগের আরও খবর