chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চবি ভিসির পুস্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার শিক্ষকতা জীবনের স্বাভাবিক বয়সপূর্তিতে গত ২৯ এপ্রিল চবি বাংলা বিভাগ থেকে প্রফেসর হিসেবে অবসর গ্রহণের পর সরকারি নির্দেশনা মোতাবেক একইদিন বিকেলে উপাচার্যের দায়িত্বভার পুনরায় গ্রহণ করেন

এ দায়িত্ব গ্রহণের পরে আজ (২ মে) বেলা সাড়ে ১১ টায় উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পুষ্পস্তবক অর্পণকালে উপাচার্যের সাথে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান এবং প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

পুনরায় দায়িত্বভার গ্রহণ করায় উপাচার্য মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করেন এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকল মহলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি তাঁর এ দায়িত্ব পালনকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি অর্জনে বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর