chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাস্ক না পরে ঘরের বাইরে-৮ ব্যক্তি দিল জরিমানা

চট্টগ্রাম ডেস্ক : করোনা ভাইরাস রোধ সংক্রান্ত স্বাস্থ্যবিধি লংঙ্ঘন করে মাস্ক না পরে বাইরে বের হওয়ার দায়ে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর ১ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।

আজ রবিবার (২৫ এপ্রিল) চট্টগ্রাম নগরীর ফজলুল কাদের রোড, চকবাজার মোড়, সিরাজদ্দৌলা রোড, টেরী বাজার ও সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তির কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্দ্যেগে পরিচালিত এ ভ্রাম্যমান আদালতের নের্তৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও চসিকের স্পেসাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

অভিযান পরিচালনাকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

আদালত পরিচালনাকালে করোনা ভাইরাস রোধে জনসাধরনকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করার পাশাপাশি জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

অভিযান অব্যাহত থাকবে বলে জানান চসিকের স্পেসাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর