chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাজেকে পাহাড় কেটে সুইমিং পুল তৈরি, মেঘপল্লী ইকো রিসোর্টকে জরিমানা

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকে পাহাড় কেটে সুইমিং পুল তৈরি করায় মেঘপল্লী ইকো রিসোর্টকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় এবং অনির্দিষ্টকালের জন্য নির্মাণকাজ বন্ধ করা হয়।

নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বলেন, পাহাড় কেটে সুইমিং পুল তৈরি করায় মেঘপল্লী ইকো রিসোর্ট মালিক শাহ আলমকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অনির্দিষ্ট কালের জন্য সুইমিংপুলের কাজ বন্ধ ঘোষণা করে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। সুইমিং পুল নির্মাণ বন্ধে মহামান্য হাইকোর্টের নির্দেশনা পাওয়ার পর আজ সরেজমিনে এসে নির্মাণকাজ বন্ধ ও জরিমানা করা হয়েছে। নির্দেশনা বাস্তবায়ন করতেই আজকের অভিযান পরিচালিত হয়েছে।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর