chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রথমদিনে ঝর্ণাপাড়ায় এক হাজার স্থাপনা উচ্ছেদ

রেলওয়ের ২০ একর জমি উদ্ধার অভিযান

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী ডেবারপাড়ে রেলওয়ের ২০ একর জমি উদ্ধারে অভিযান শুরু হয়েছে।

আজ রবিবার (২৭ ডিসেম্বর) প্রথম দিনে ডেবারপাড় ঝর্ণাপাড়া এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়।
সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এসময় এখানকার প্রায় এক হাজার অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। রেলওয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম চট্টলার খবরকে বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা ২০ একর জমি উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। এ অভিযানে প্রায় ১ হাজার স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। আগামীকাল দ্বিতীয় পর্যায়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

এদিকে, অভিযান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে স্থানীয়রা। তাঁরা বলছেন, কোনো প্রকার ঘোষণা ছাড়া রেলওয়ে আজকের অভিযান চালাচ্ছে। ফলে তারা মূল্যবান জিনিসপত্র সরানোর সুযোগও পান নি।

আগাম নোটিশের ব্যপারে ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম বলেন, বাংলাদেশ রেলওয়ে কারো কাছে জমি ইজারা দেয়নি, যে তাদের উচ্ছেদের আগে নোটিশ দিতে হবে। নোটিশ সেক্ষেত্রে দেয়া হয় যখন জমি ইজারায় থাকে। তারপরও আমরা তাদের জানিয়েছি। উচ্ছেদ অভিযানে পুলিশ, আরএনবি সহ রেলওয়ের কর্মকতারা উপস্থিত ছিলেন।

এমএইচকে/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর